ও আমার মন
চিনলি নারে রতন।
মাটির দেহে নূর ঢুকেছে।
শাহ আমির ধন (২) ॥
মুক্ত রাজ্যের মুক্ত রাজা
আমরা সবাই বাবার প্রজা
বাবার প্রেমে এ মন তাজা-রাখিস সারাক্ষণ (২)
ঈমান তাজা থাকলে পাবি (২)
মওলার দরশন (ঐ)
আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী
কালাসোনা পার কাণ্ডারী
ঈমানে আমলে রাখিস, রতনে রতন (২)
চরণ ধরে থাকিস পড়ে (২)
সারাটা জীবন (ঐ)
অধম জামাল রইলি কানা
চিনলি নারে কালাসোনা
করলি শুধু আনাগোনা, হইলি না চেতন (২)
ভাবসাগরে ডুব দিয়া ধর (২)
মুনিব নিরঞ্জন (ঐ)
লেখক : মোহাম্মদ জামাল উদ্দীন