বাবাজান আমায় কর পার
আমি গুণাগার, সাধন জানি না তোমার (২)
তুমি বিনে মুই পাপীর গো
অ-আমির ধন অন্য লক্ষ্য নাই আমার ॥

তুমি গেলা পর্দার আরে
আমি রইলাম ভব সাগরে, ভব কর্ণধার (২)
তুমি যদি তরায় না লও-রে
অ-আমির ধন তরায় লইবার সাধ্য কার ॥

চতুর্দিকে তোয়াই চাইলাম
কোন পন্থা নাহি পাইলাম, কর একাকার (২)
তোমার নামে পাড়ি দিলাম-রে
অ-আমির ধন সঁপি দিই জীবন আমার ॥

আমি তোমার অবোধ ছেলে
ঘাটে আইলাম সন্ধ্যা কালে, দয়া আপনার (২)
ঐ ছোট কালে প্রেম করিরে
অ-আমির ধন সাধন হইল না আমার ॥

কোরআনে শুইনাছি আমি
বিপদের বন্ধু তুমি, কররে উদ্ধার (২)
আমি যদি ডুবি মরি-রে
অ-আমির ধন কলঙ্ক হইবে তোমার ॥

তোমার পাক চরণ ধরি
হীন আলী আহম্মদ বলি,তৌহিদের কাণ্ডার (২)
ত্রিজগত বেড়াইয়া চাইলাম-রে
অ-আমির ধন অন্য বান্ধব নাই আমার ॥

লেখক : শাহ আলী আহম্মদ

বাবাজান আমায় কর পার