হয়রত মাওলানা সৈয়দ বজলুল করিম মন্দাকিনী (রহ.)’র জন্ম ১৮৮১ খ্রিস্টাব্দে ৯ ফেব্রুয়ারি ২২ ফাল্গুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাকিনী গ্রামে । তাঁর পুরো নাম বজলুল করিম আহমদী-উল-কাদেরী মন্দাকিনী।তিনি মাইজভাণ্ডারী পরিমণ্ডলে ‘মাওলানা করিম বক্স নামে সুপরিচিত। তাঁর পিতার নাম মৌলভী সৈয়দ আজগর আলী। তিনি ২২ আশ্বিন ১৩৬০ বাংলা ৯ অক্টোবর ১৯৫৩ ইংরেজি জুমাবার সকাল ১০ টায় ওফাত প্রাপ্ত হন।