আমি সরাবি চলেছি পন্থে

আমি সরাবি চলেছি পন্থে, সরে দাঁড়াওরে যত ছুফীগণ ।লাগিবে গন্ধ হইবে মন্দ, মলিন হবে তোদের ছুফীতন ॥ তোদেরি তছবি তোদের মসল্লা, তোদের এবাদত তোদের ইল্লাল্লা।তোদেরি জন্য হবে মোবারক, আমি নিয়েছি শরাব যতন ॥ আমি চলেছি শরাব খানা, যারি নেশাতে জগৎ দিওয়ানা ।রুমি জিলানী মঈন চিস্তি, জোনায়েদ শিবলী হইল মগন ॥ তোমরা সুখে বেহেস্তে যাবে হুর […]

আমি সরাবি চলেছি পন্থে, সরে দাঁড়াওরে যত ছুফীগণ ।
লাগিবে গন্ধ হইবে মন্দ, মলিন হবে তোদের ছুফীতন ॥

তোদেরি তছবি তোদের মসল্লা, তোদের এবাদত তোদের ইল্লাল্লা।
তোদেরি জন্য হবে মোবারক, আমি নিয়েছি শরাব যতন ॥

আমি চলেছি শরাব খানা, যারি নেশাতে জগৎ দিওয়ানা ।
রুমি জিলানী মঈন চিস্তি, জোনায়েদ শিবলী হইল মগন ॥

তোমরা সুখে বেহেস্তে যাবে হুর গেলমা কত কি পাবে ।
আমি বেচারা প্রেমেরি মরা, ঘুরে বেড়াব গহন কানন ॥

আমি বেচারা প্রেমেরি মরা, প্রেম সরাবে হই আত্মহারা ।
না করি পরওয়া তোদেরি ফতওয়া, নীতি বিধানের নিয়ম পালন ॥

রসেরী কথা রসিকে জানে, নপুংসকে তা কভু কি মানে ৷
এই কারণে মহাত্মা মনছুরেরে করিল তারা শূলীতে নিধন ॥

জনাব ছরমদ রসিক ছিল, রসেরি চলা তিনি চলিল ।
কানারা তাতে ফতওয়া দিল, বেবুঝারা তাই মারিল গর্দ্দান ॥

ছেড়ে করিম, এ’সব ঝগড়া, গিয়ে ভাণ্ডারে পাতিয়ে আখড়া।
জপিয়ে গাউসুল আযম জপনা, ভজ মওলারি যুগল চরণ ॥

লেখক: বজলুল করিম মন্দাকিনী

3 Comments

  1. এই ওয়েব সাইট খুঁজে পেয়ে খুবই আনন্দিত। এমন একটি ওয়েবসাইট তৈরী করার জন্য আপনাকে ধন্যবাদ।

  2. অসংখ্য ধন্যবাদ এমন একটি ওয়েবসাইট তৈরি করার জন্য।

Comments are closed.

আমি সরাবি চলেছি পন্থে