ঢোল বাজে আর মাইক বাজে, আঁর পরানে কেন গরে
কেন্ গরি যাইয়ুম দরবারত, আমির ভান্ডারত ।
ভক্তি লই যাইতাম আঁই, গইরতাম বাবার জিয়ারত । (ঐ)
আমির ভান্ডার কালাসোনার, রওজা কি সুন্দর,
আঁই অধম যাইত্ ন-পারির, কান্দি ঝরোঝর
হাজার হাজার আশেক ভক্ত, গরের্ বাবার জিয়ারত। (ঐ)
কেউ ছাঁ’র টিয়া-পয়সা, কেউ বাড়ি ঘর,
অবিরত ঝরের ভাইয়ান, রহমতের ঝর,
হিন্দু-মুসলিম, গরিব-ধনি, বেয়াল্গুন এক হাতারত্। (ঐ)
নিদান হালে বন্ধু-বান্ধব, বেয়াল্গুন অইবু পর,
মঈনুদ্দিন কাদি হ’য়, বাবার চরণ ধর,
সাধন ছাড়া দিন ফুরাইলে, কেঁনে যাইয়ুম বেহেস্তত। (ঐ)