আমি দীন দুঃখিনী পথের কাঙ্গালিনী

আমি দীন দুঃখিনী পথের কাঙ্গালিনী, সই গো ।সই গো শ্যাম বিচ্ছেদে হলেম পাগলিনী। (সই গো সই) আমার বন্ধুর নাই রূপের তুলনা,যেরূপ মোর দিল দিওয়ানা,কি অপরূপ সর্ব্বরূপের খনি!আমি লজ্জা ধৈর্য্য ত্যজ্য করে,ঝাপ দিলাম সেই রূপ সাগরেকর্ম্ম ফেরে মণি হারা ফণি!! সই গো (সই গো সই) প্রেম জ্বালা দিয়ে মোরেবন্ধু রইল দেশান্তরেছটপট করে সদা প্রাণী ।আমি কি […]

আমি দীন দুঃখিনী পথের কাঙ্গালিনী, সই গো ।
সই গো শ্যাম বিচ্ছেদে হলেম পাগলিনী।

(সই গো সই) আমার বন্ধুর নাই রূপের তুলনা,
যেরূপ মোর দিল দিওয়ানা,
কি অপরূপ সর্ব্বরূপের খনি!
আমি লজ্জা ধৈর্য্য ত্যজ্য করে,
ঝাপ দিলাম সেই রূপ সাগরে
কর্ম্ম ফেরে মণি হারা ফণি!! সই গো

(সই গো সই) প্রেম জ্বালা দিয়ে মোরে
বন্ধু রইল দেশান্তরে
ছটপট করে সদা প্রাণী ।
আমি কি করি বা কোথায় যাই,
শুইলে চক্ষে নিদ্ৰা নাই
বাণবিদ্ধ যেন কুরঙ্গিনী!! সই গো

(সই গো সই) একেতে অবলা বালা,
তার উপর বিচ্ছেদের জ্বালা
পাড়ার লোকে বলে কলঙ্কিনী
রমেশ বলে সত্য সার,
কলঙ্কের গলায় হার
যদি ভাগ্যে পাই সে গুণমণি! সই গো

লেখক: কবিয়াল রমেশ শীল

আমি দীন দুঃখিনী পথের কাঙ্গালিনী