ও আমির ধন, ও আমির ধন-
ও আমির ধন, ও আমির ধন
মনের মতন করিয়া লওনা মোরে ও-আমির ধন ।
হাতে তে নূরের ঘড়ি, মুখেতে নূরের ছবি
ঐ নূরানী ছুরত বাবা দাওনা মোরে ও-আমির ধন (ঐ)
নূরের ঝিলঝিলানি, চোখের বিলবিলানি
ঐ নূরানী ছুরত বাবা দাওনা মোরে ও-আমির ধন (ঐ)
নাকে তে নূরের নোলক, মুখে তে নূরের ঝলক
ঐ নূরানী ছুরত বাবা দাওনা মোরে ও-আমির ধন (ঐ)