শাহ আমিরুজ্জমাঁ, শাহ আমিরুজ্জমাঁ
হযরতে আদর করে নাম রাখিলো কালাসোনা ॥
আউয়ালে আখেরে তুমি , ভক্তগণের নয়নমণি
খোদার সাথে নাই সম্পর্ক তোমাকে যারা চিনেনা ॥
কি দেখাইলো মাইজভাণ্ডারী, চাইলো না দুনিয়াদারী
নিধনের হইয়া ধনী , খোদার ভাবে হইল ফানা ॥
স্বরূপে বিরাজে খোদা , মুর্শিদ খোদা নহে জুদা
আল্লাহ রাসূল চিনিয়াছে স্বরূপ যার হইল জানা ॥
আমির ধনের চরণ তলে, হীন গফুর হালী বলে
হাসরে নিদানের কালে ত্বরাইও আমির মাওলানা ॥