সখী গো আমি কই তোমারে

সখী গো আমি কই তোমারে, প্রাণ দিয়াছি যারেআমার মনে কয় ভুলি গো ভুলি,অন্তরে ভুলিতে গো নারে ॥ তোমরা সখি বল যত,মন হইল পাগলের মত, বিরহের অনলেআমার বিষে অঙ্গ জর গো জরপ্রেম জ্বালা আর সইতে গো নারে ॥ আমার গেল গেল কুলমানকালার সনে প্রাণ সপিলাম, যা করে কপালেআমায় পাড়ার লোকে মন্দ গো বলেকলংকীনী হই সংসারে ॥ […]

সখী গো আমি কই তোমারে, প্রাণ দিয়াছি যারে
আমার মনে কয় ভুলি গো ভুলি,
অন্তরে ভুলিতে গো নারে ॥

তোমরা সখি বল যত,
মন হইল পাগলের মত, বিরহের অনলে
আমার বিষে অঙ্গ জর গো জর
প্রেম জ্বালা আর সইতে গো নারে ॥

আমার গেল গেল কুলমান
কালার সনে প্রাণ সপিলাম, যা করে কপালে
আমায় পাড়ার লোকে মন্দ গো বলে
কলংকীনী হই সংসারে ॥

শ্যাম আমার চিকন কালা
বাজায় বাঁশি কদম তলা, অবলা বঁধিয়া
আমি কেন্দে ফিরি বনে বনে
খুঁজিয়া কি পাই শ্যামেরে ॥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


সখী গো আমি কই তোমারে