অনেক দিনের পোষা পাখি

অনেক দিনের পোষা পাখি আমারশিকল কেটে উড়ে গেলযারে পোষলাম এত আদর করিশেষকালে সে দাগা দিল ৷৷ মায়ার শিকল পরাই তারেরাখতাম আমার হৃদপিঞ্জরে গোপাখি মধুর মধুর কইয়া কথাকেন মোরে পর করিল ৷। (ও সে) আমায় ভালবাসতো জানিতারে দিলাম হৃদয় খানি রেযাইবার কালে নিষ্ঠুর পাখিআমার কথা না ভাবিল ।। আমায় ভাসাই নয়নজলেগেল পাখি কোন জঙ্গলেরেবনের পাখি ভালবাসীগফুর […]

অনেক দিনের পোষা পাখি আমার
শিকল কেটে উড়ে গেল
যারে পোষলাম এত আদর করি
শেষকালে সে দাগা দিল ৷৷

মায়ার শিকল পরাই তারে
রাখতাম আমার হৃদপিঞ্জরে গো
পাখি মধুর মধুর কইয়া কথা
কেন মোরে পর করিল ৷।

(ও সে) আমায় ভালবাসতো জানি
তারে দিলাম হৃদয় খানি রে
যাইবার কালে নিষ্ঠুর পাখি
আমার কথা না ভাবিল ।।

আমায় ভাসাই নয়নজলে
গেল পাখি কোন জঙ্গলেরে
বনের পাখি ভালবাসী
গফুর হালী ভুল করিল ৷।

অনেক দিনের পোষা পাখি