অন্ধযুগে মানবরূপে কে এল রে ভাণ্ডারে

অন্ধযুগে মানবরূপেকে এল রে ভাণ্ডারেকায়াছায়া মানুষ যেমনঅনন্তরূপ অন্তরে ॥ যার নুরে দুনিয়া সৃজনএই তো সেই ভুবনমোহনতার মাঝে কেউ কৃষ্ণ দেখেকেউ বা দেখে খোদারে ॥ শ্রীচরণ করিলে ভক্তিএই জমানার জীবের মুক্তিচিনতে তারে ভুল করিলেপড়বি রে ভীষণ ফেরে ॥ কামানন্দে ভুলিয়া রইলিমরণ কথা না ভাবিলিভবে আছে ভাই-বন্ধুশেষকালে পাবি কারে ৷ গফুর হালি ঠেকিয়া রইলসন্ধ্যা ঘনাইয়া আইলএমনিভাবে আর […]

অন্ধযুগে মানবরূপে
কে এল রে ভাণ্ডারে
কায়াছায়া মানুষ যেমন
অনন্তরূপ অন্তরে ॥

যার নুরে দুনিয়া সৃজন
এই তো সেই ভুবনমোহন
তার মাঝে কেউ কৃষ্ণ দেখে
কেউ বা দেখে খোদারে ॥

শ্রীচরণ করিলে ভক্তি
এই জমানার জীবের মুক্তি
চিনতে তারে ভুল করিলে
পড়বি রে ভীষণ ফেরে ॥

কামানন্দে ভুলিয়া রইলি
মরণ কথা না ভাবিলি
ভবে আছে ভাই-বন্ধু
শেষকালে পাবি কারে ৷

গফুর হালি ঠেকিয়া রইল
সন্ধ্যা ঘনাইয়া আইল
এমনিভাবে আর কতকাল
থাকবি মায়া নগরে ॥

লেখকঃ আবদুল গফুর হালী

অন্ধযুগে মানবরূপে কে এল রে ভাণ্ডারে