ভাণ্ডারের মর্ম বুঝে কয়জনে

ভাণ্ডারের মর্ম বুঝে কয়জনে এই ভূবনে ।যত হিংসা নিন্দা রিয়াগিরী করে সব মুর্খ জনে ।। প্রভুর প্রেমে মত্ত হয়ে যত ভক্তগণ, নাচে পাগলের মতনযত মুৰ্খ পাপী অসৎ কুজন, শেল পরে তার পরাণে।। খোদার ভাবে নাচতে নাচতে লেংটাও যদি হয়, তারে না দোরজ কে কয়,প্রেমের ভাবে গেলে ডুবে কাজ কি তার বেশ ভূষণে।। রসূল করিম ইছিম […]

ভাণ্ডারের মর্ম বুঝে কয়জনে এই ভূবনে ।
যত হিংসা নিন্দা রিয়াগিরী করে সব মুর্খ জনে ।।

প্রভুর প্রেমে মত্ত হয়ে যত ভক্তগণ, নাচে পাগলের মতন
যত মুৰ্খ পাপী অসৎ কুজন, শেল পরে তার পরাণে।।

খোদার ভাবে নাচতে নাচতে লেংটাও যদি হয়, তারে না দোরজ কে কয়,
প্রেমের ভাবে গেলে ডুবে কাজ কি তার বেশ ভূষণে।।

রসূল করিম ইছিম দিল হযরতে ঠাই, আলি নাচে ইছিম পাই,
ইছিম ছাড়িয়া দিল পাহাড়ে যাই, গান বাদ্য হইল সে দিনে ।।

শুনি নাচ গান ছজিদা এই তিন কামে, মানুষ যায় জাহান্নামে,
শুনি ছজিদা করে আদমে যত ফেরেস্তাগণে ।।

রমেশ বলে শুন যত ভাণ্ডারীর চেলা, এ সব এস্কের মামলা
পরের নিন্দা শুনি করলে হেলা, ঠকিবা শেষের দিনে ।।

লেখক: কবিয়াল রমেশ শীল

ভাণ্ডারের মর্ম বুঝে কয়জনে