তব দ্বারে পাপী শির দিব বলিদান

আমায় মায়া কর বা না কর প্রাণ ।তব দ্বারে পাপী শির দিব বলিদান। প্রেম সিঁদুরের বিন্দু শিরে, প্রেম মালা গলে পরে।প্রেমবান সুরাপানে ত্যাজিব পরাণ ।। দিয়া কাটা শিরের খুন, রাঙ্গাইব শ্রীচরণ।চিহ্ন করি নিব হাদী হাশর ময়দান।। রচয়িতাঃ আবদুল হাদী কাঞ্ছনপুরী

আমায় মায়া কর বা না কর প্রাণ ।
তব দ্বারে পাপী শির দিব বলিদান।

প্রেম সিঁদুরের বিন্দু শিরে, প্রেম মালা গলে পরে।
প্রেমবান সুরাপানে ত্যাজিব পরাণ ।।

দিয়া কাটা শিরের খুন, রাঙ্গাইব শ্রীচরণ।
চিহ্ন করি নিব হাদী হাশর ময়দান।।

রচয়িতাঃ আবদুল হাদী কাঞ্ছনপুরী

তব দ্বারে পাপী শির দিব বলিদান