মরণের আর নাইরে ভয় ভাণ্ডারেতে ভাণ্ডারী উদয় ।
জন্ম-মরণ সৃজন-পালন ভাণ্ডারীর হুকুমে হয়।
ভেবে চাহ আপন দিলে, –
মরণ ঘুচে যায় ভাই মাইজভাণ্ডার গেলে,
জায়গা চিনি মরতে পারলে সংসারে সে অমর হয় ॥
আমি ভয় কারে করি, –
মাইজভাণ্ডারী বাবা আমার সাপের গারুরী
ও সে কাল ভুজঙ্গ হাতে ধরি মাথার মণি কাড়িয়া লয় ॥
খাদেম রমেশ বলে –
গুরুভক্ত লোকের মরণ নাই কোন কালে
মরবার আগে মরিয়া গেলে তারে কি আর মরণ কয় ॥