রক্তে লালে লাল হইল

শহিদ হলেন ইমাম হোসাইন নবীর জানের জানরক্তে লালে লাল হইল কারবালার ময়দান । দুধের শিশুর আলী আজগরেপানি চাইল, মায়ের ধারেপানি পানি করে সেই যেদিয়ে দিল প্রাণ ॥ এজিদ পাষাণ সিমার এসেহোসাইনের বুকে বসেচুরি দিয়ে কাটে গলাবাচে না আর প্রাণ ॥ শত তিরের আঘাত পেয়েকাঁদে হোসাইন মা বলিয়েনানা তুমি কোথায় আছ,বাঁচে না আর জান ॥ মা […]

শহিদ হলেন ইমাম হোসাইন নবীর জানের জান
রক্তে লালে লাল হইল কারবালার ময়দান ।

দুধের শিশুর আলী আজগরে
পানি চাইল, মায়ের ধারে
পানি পানি করে সেই যে
দিয়ে দিল প্রাণ ॥

এজিদ পাষাণ সিমার এসে
হোসাইনের বুকে বসে
চুরি দিয়ে কাটে গলা
বাচে না আর প্রাণ ॥

শত তিরের আঘাত পেয়ে
কাঁদে হোসাইন মা বলিয়ে
নানা তুমি কোথায় আছ,
বাঁচে না আর জান ॥

মা ফাতেমার নয়নমণি
কারবালাতে শহিদ যিনি
সির কাটিয়া নিল আমার,
ওহে নানা জান ॥

রক্তে লালে লাল হইল