কারবালার করুণ কাহিনী

কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুর এজিদায় দয়াল নবী যে গলাতে, চুমু খেতেন দিনে রাতেসে গলাতে বিষের চুরি সিমারে চালায় ।। মা ফাতেমার কান্নার সুরে, বিশ্ব ভুবন হায় হায় করেকাঁন্দেন নবী অকাতরে বসে রওজায় ।। মুসলিমের দুই অবোধ ছেলের, শির কাটাইল সে দর্জালেশোকে তে বানু ভাসে আসগরকে হারায় ।। জগত ভরল […]

কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়
নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুর এজিদায়

দয়াল নবী যে গলাতে, চুমু খেতেন দিনে রাতে
সে গলাতে বিষের চুরি সিমারে চালায় ।।

মা ফাতেমার কান্নার সুরে, বিশ্ব ভুবন হায় হায় করে
কাঁন্দেন নবী অকাতরে বসে রওজায় ।।

মুসলিমের দুই অবোধ ছেলের, শির কাটাইল সে দর্জালে
শোকে তে বানু ভাসে আসগরকে হারায় ।।

জগত ভরল কান্নার রোলে, সিজদাতে নবী বলে
পাপীর মুক্তি দিও আল্লাহ রক্তের বদলায় ।।

সামশু কয় কারবালার শোকে, কাঁদাতে পারে নাই যাকে
সে নবীজির উম্মত বলে বড় নির্লজ্জায় ।।

লেখকঃ মাওলানা সামশুল ইসলাম ভান্ডারী

কারবালার করুণ কাহিনী