ভরসা তোমার কেবল ভরসা তোমার
মক্সুদ পুরাও, তুমি নাপাক বান্দার ॥
আশায় বান্ধিয়া বুক, জুড়াই যাতনা দুঃখ
তোমার চরণে সুখ, সঁপেছি আমার
ক্ষণিকের আশা রাখি, ক্ষণ তরে চেয়ে থাকি
তোমার কদমে রাখি, জীবনের ভার ॥
মহিমা অপার তব, দীন হীন কি বর্ণিব
ভাঙ্গা মুখে কি গাহিব, মহিমা তোমার ॥
আওয়ালে আখেরে তুমি, জাহেরে বাতেনে তুমি
নতশিরে তোমায় নমি, গাউছে আজম মাইজভাণ্ডার ॥
দুর্ভাবনা কর দূর, পুরাও বাসনা মোর
নূরে কর ভরপুর, হৃদয় আমার ॥
দুরন্ত ভাবনা যত, হয়ে যাক অবনত
শতত গাহিবে রত, মহিমা তোমার