অন্ধে কি বুঝিতে পারে প্রেমিকের যাতন,
পেঁচকে কি সহিতে পারে সূর্যের কিরণ।
প্রেমিক বিনে প্রেমধন, কি জানিবে মুর্খজন,
ভেকে কি বুঝিবে পুষ্প আগর চন্দন।
লালমণি রত্ন ধন, জানে সে জহুরী জন,
চামারে কি চিনিতে পারে এয়াকুতের রৌশন।
দাস হাদীর দুঃখী মন জানে প্রিয়া গাউছ ধন,
প্রেম মৰ্ম্ম কি জানিবে কচবির নন্দন।