প্রেম তরীতে পার করগো

প্রেম তরীতে পার করগো, প্রেম নিধি গাউছ ধন।প্রেম সমুদ্রের ঢেউ দেখিয়া, হরিয়া গেল ভোলা মন ।। প্রেম লহরে নানা রঙ্গ, প্রেম সমুদ্রে হয় তরঙ্গ।শ্রদ্ধা মোর পার হইতে, ধরি তব শ্রীচরণ।। প্রেম দাস হাদী হীন, পাপে মগ্ন পূণ্য ভিন ।তুমি বিনে নাইগো আশা, ওহে সখা নিরঞ্জন ।। লেখকঃ আবদুল হাদী কাঞ্ছনপুরী

প্রেম তরীতে পার করগো, প্রেম নিধি গাউছ ধন।
প্রেম সমুদ্রের ঢেউ দেখিয়া, হরিয়া গেল ভোলা মন ।।

প্রেম লহরে নানা রঙ্গ, প্রেম সমুদ্রে হয় তরঙ্গ।
শ্রদ্ধা মোর পার হইতে, ধরি তব শ্রীচরণ।।

প্রেম দাস হাদী হীন, পাপে মগ্ন পূণ্য ভিন ।
তুমি বিনে নাইগো আশা, ওহে সখা নিরঞ্জন ।।

লেখকঃ আবদুল হাদী কাঞ্ছনপুরী

প্রেম তরীতে পার করগো