দিন কাটালাম তোমারে ভাবিয়া

ওরে পরাণের বন্ধুরে দিন কাটালাম তোমারে ভাবিয়া । দিবা হল অবসান আঁধার দেখে কাঁপে প্রাণ,যম কোকিলা উঠিল ডাকিয়া ।আশায় আশায় রহিলাম বসি,দেখা দিবে একদিন আসিআজ কাল করে দিন গেল চলিয়া ॥ জ্ঞাতি বন্ধুর মন্দ বলা, ঐ সব করলাম গলার মালাকেবল তোমার পাইব বলিয়াআমায় যদি দেখা দিবে, দয়াল বলে জানবে সবেঢঙ্কা বাজুক দুনিয়া জুড়িয়া ॥ রমেশ […]

ওরে পরাণের বন্ধুরে দিন কাটালাম তোমারে ভাবিয়া ।

দিবা হল অবসান আঁধার দেখে কাঁপে প্রাণ,
যম কোকিলা উঠিল ডাকিয়া ।
আশায় আশায় রহিলাম বসি,দেখা দিবে একদিন আসি
আজ কাল করে দিন গেল চলিয়া ॥

জ্ঞাতি বন্ধুর মন্দ বলা, ঐ সব করলাম গলার মালা
কেবল তোমার পাইব বলিয়া
আমায় যদি দেখা দিবে, দয়াল বলে জানবে সবে
ঢঙ্কা বাজুক দুনিয়া জুড়িয়া ॥

রমেশ কয় কি চিন্তা আর তুমি আমার কর্ণধার,
সাহস আছে সে ইশারা পাইয়া ।
বুকের পাটা শক্ত আছে , মুর্শিদ আমার সঙ্গে আছে
কেমনে থাকি তোমারে ভুলিয়া ॥

লেখক: কবিয়াল রমেশ শীল

দিন কাটালাম তোমারে ভাবিয়া