আল্লার ভেদ জানিত নবী মোস্তফায়

আল্লার ভেদ জানিত নবী মোস্তফায়আলীয়ে চিনিত নবী, আর চিনিত ফাতেমায় ॥ করণেতে ওয়াইছ করণী, নবীজীরে লইল চিনিনবীর এস্কে দন্ত দিয়া, রাসুলুল্লার জুব্বা পায়রাছুল স্বরে আজান দিতে, প্রাণের বেলাল মারা যায় ॥ যে না চিনে নবীজীরে, না জানি তার হয় আখেরেসুপারিশ কে করবে তারে, মহা সংকটের বেলায়এই কূলে ঐ কূলে নবী, নবী বিনে কে ত্বরায় ॥ […]

আল্লার ভেদ জানিত নবী মোস্তফায়
আলীয়ে চিনিত নবী, আর চিনিত ফাতেমায় ॥

করণেতে ওয়াইছ করণী, নবীজীরে লইল চিনি
নবীর এস্কে দন্ত দিয়া, রাসুলুল্লার জুব্বা পায়
রাছুল স্বরে আজান দিতে, প্রাণের বেলাল মারা যায় ॥

যে না চিনে নবীজীরে, না জানি তার হয় আখেরে
সুপারিশ কে করবে তারে, মহা সংকটের বেলায়
এই কূলে ঐ কূলে নবী, নবী বিনে কে ত্বরায় ॥

নবী যাহার পার কাণ্ডারী, আগে তাহার চলে তরী
অন্য পথে যাইস না গফুর, পড়বি শেষে বে-দিশায়
আদি অন্ত যত কিছু, নবীজীর চার ত্বরিকায় ॥

লেখকঃ আবদুল গফুর হালী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আল্লার ভেদ জানিত নবী মোস্তফায়