মন জানে আর কেউ জানে না

কত কষ্ট পাইলাম বন্ধুরে, তোর লাগিয়া দেওয়ানামন জানে আর কেউ জানে না ॥ (বন্ধুরে) তোমারে পাব পাব বলে, ইহজীবন যায় বিফলেপ্রেমের ফাঁসি লইয়া গলে হইল কি লাঞ্চনাকলিজা হইয়াছে ছিদ্র, ধরেছে ঘুণে ছাড়েনা ॥ (বন্ধুরে) কান্দাইলি যে অবধি, ভাসাইলাম কত নদীশুরু হইতে আজ অবধি একদিন আর পেলাম নাযে যাহারে ভালবাসে, ব্যবহারেই যায় জানা ॥ (বন্ধুরে) কাষ্ঠে-লোহায় […]

কত কষ্ট পাইলাম বন্ধুরে, তোর লাগিয়া দেওয়ানা
মন জানে আর কেউ জানে না ॥

(বন্ধুরে) তোমারে পাব পাব বলে, ইহজীবন যায় বিফলে
প্রেমের ফাঁসি লইয়া গলে হইল কি লাঞ্চনা
কলিজা হইয়াছে ছিদ্র, ধরেছে ঘুণে ছাড়েনা ॥

(বন্ধুরে) কান্দাইলি যে অবধি, ভাসাইলাম কত নদী
শুরু হইতে আজ অবধি একদিন আর পেলাম না
যে যাহারে ভালবাসে, ব্যবহারেই যায় জানা ॥

(বন্ধুরে) কাষ্ঠে-লোহায় পিরিত করে, নৌকাটি সাজাইয়া পরে
দু’য়ে মিলে যুক্তি করে শুকনায় থাকবনা
জলের বুকে জীবন কাটায়, এই পিরিত আর ভাঙ্গেনা ॥

(বন্ধুরে) জানে ঐ জহুরী যারা, ভেড়ার শিং এ গলে হিরা সোনা রূপায় চায় সোহাগা যার লাগি যে ফানা
জালাল চাহে মনের মানুষ ভবে নাই যার তুলনা ॥

লেখক: বাউল জালাল

মন জানে আর কেউ জানে না