বজলুল করিম মন্দাকিনী

আমার প্রাণ গেলে আর ছাড়বনা তোমারে প্রাণ সইগো, প্রাণ গেলে ...
ফকিরী প্রাণের ক্রিয়া শিখিলে কি শিখা যায়, প্রাণের টানে প্রেমের ...
কে জানে সে নাই কি আছে, কে জানে সে নাই ...
ভাবের সাগরে উঠেছে তরঙ্গ জগৎ ভাসিয়ে যায় রে, এ মহিমণ্ডল ...
বেছিনে আগুন জ্বালাইল রে ভাণ্ডারী এল, বেছিনে আগুন জ্বালাইল। প্রেমাগুনের ...
মাওলা তুমি কোথা গেলে, মাওলা তুমি কোথা গেলে। অবোধ ছেলে ...
একি শুনি ভবে নাই আমার মাওলাধন, রাজ্য ছেড়ে রাজা গেল ...
আজি কি হইল, কি দশা ঘটিল পরাণ ফাটিয়া যায় রে। ...
প্রাণের মাওলা ঘরে নাই কারে ডাকি বাবাধন। কার নূরী পদ ...
কে বলে বাবা মরেছে, কে বলে বাবা মরেছে। অমর হয়ে ...
তোমারি রহমত কি শানরে হামারে মাওলা, তোমহারি রহমত কি শান। ...
প্রেমের ডাক প্রেমের বাঁশরী বাজাল বন্ধু যায়, (তোরা) কে কে ...
হক জল্লাআলা যিনকে ছনা খাঁ হ্যায় হামিশা, এ’লান কিয়া জা ...
কেয়া কহোঁ তওছিপে হযরত গাউসে মাইজভাণ্ডার কী, হো বয়াঁ কেউ ...

error:

বজলুল করিম মন্দাকিনী

হয়রত মাওলানা সৈয়দ বজলুল করিম মন্দাকিনী (রহ.)’র জন্ম ১৮৮১ খ্রিস্টাব্দে ৯ ফেব্রুয়ারি ২২ ফাল্গুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাকিনী গ্রামে । তাঁর পুরো নাম বজলুল করিম আহমদী-উল-কাদেরী মন্দাকিনী।তিনি মাইজভাণ্ডারী পরিমণ্ডলে ‘মাওলানা করিম বক্স নামে সুপরিচিত। তাঁর পিতার নাম মৌলভী সৈয়দ আজগর আলী। তিনি ২২ আশ্বিন ১৩৬০ বাংলা ৯ অক্টোবর ১৯৫৩ ইংরেজি জুমাবার সকাল ১০ টায় ওফাত প্রাপ্ত হন।

প্রকাশিত গানের সংখ্যা ১৪৩ টি

শেয়ার করুন

বজলুল করিম মন্দাকিনী