বিচ্ছেদের আগুন জ্বালাই

বিচ্ছেদের আগুন জ্বালাই, কোথায় গেলা বাচা আব্দুল হাই! আমার সাধের বাজার হৃদয়পুরী জ্বলে পুড়ে হল ছাই।। হায় রে বিচ্ছেদের আগুন, তনমন জ্বলিয়ে গেল কলিজা হল খুন, প্রাণ হল ওষ্ঠাগত মরিতে আর বাকি নাই।। পেয়ে তোমারি মিলন, হয়েছিল দুঃখের বাসা নন্দন কানন, কি দোষ করিলাম কার কে দিল আগুন লাগাই।। ওহে দয়াল মাওলাধন, গুনা করিয়াছি বলে […]

বিচ্ছেদের আগুন জ্বালাই,
কোথায় গেলা বাচা আব্দুল হাই!
আমার সাধের বাজার হৃদয়পুরী জ্বলে পুড়ে হল ছাই।।

হায় রে বিচ্ছেদের আগুন,
তনমন জ্বলিয়ে গেল কলিজা হল খুন,
প্রাণ হল ওষ্ঠাগত মরিতে আর বাকি নাই।।

পেয়ে তোমারি মিলন,
হয়েছিল দুঃখের বাসা নন্দন কানন,
কি দোষ করিলাম কার কে দিল আগুন লাগাই।।

ওহে দয়াল মাওলাধন,
গুনা করিয়াছি বলে করলা কি এমন,
গুনা-খাতা মাফ করিয়ে একটু তারে লও ত্বরাই।।

শুন ওহে বাচাধন,
কি হেতু জানিনা হইলা বিমন,
তিক্তকথা কটুবাণী কখনো তো বলি নাই।।

বাচা বলি তোমারে,
স্বপ্নে আসি একটু দেখা দিও আমারে,
করিমের আশীর্বাদে সুখে থাক স্বর্গে যাই।।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

বিচ্ছেদের আগুন জ্বালাই