আউয়াল আখের তোমার কদমতলে

আমার আউয়াল আখের তোমার কদমতলে সুজন মাওলারে তোমার শত শত সু-সন্তানে আমি এক অধম জনেদয়া কর হতমুর্খ বলে ।। মনকির নকির তুমি, কেরামন কাতেবিন তুমি,গুপ্ত ব্যক্ত তোমার কৌশলে ।। মাগরিব মশরিক তুমি, মদিনা বৃন্দাবন তুমিকাবা কাশী তুমি সর্বস্থলে ।। আহাদ আহাম্মদ তুমি বোগদাদে বরপীর তুমিআজমিরে চিস্তিয়া তোমায় বলে ।। আমার দেহ দেহি সকল তুমি, তবে […]

আমার আউয়াল আখের তোমার কদমতলে সুজন মাওলারে

তোমার শত শত সু-সন্তানে আমি এক অধম জনে
দয়া কর হতমুর্খ বলে ।।

মনকির নকির তুমি, কেরামন কাতেবিন তুমি,
গুপ্ত ব্যক্ত তোমার কৌশলে ।।

মাগরিব মশরিক তুমি, মদিনা বৃন্দাবন তুমি
কাবা কাশী তুমি সর্বস্থলে ।।

আহাদ আহাম্মদ তুমি বোগদাদে বরপীর তুমি
আজমিরে চিস্তিয়া তোমায় বলে ।।

আমার দেহ দেহি সকল তুমি, তবে কি আর রলেম আমি
রমেশের জায়গা রেখ চরণ কমলে ।।

লেখক: কবিয়াল রমেশ শীল

আউয়াল আখের তোমার কদমতলে