কেমনে পাইব তোমারে

প্রাণের প্রাণরে কেমনে পাইব তোমারে ।বিরহ যাতনা মনে সদা হুঙ্কারে ॥ যত পাইতেছি দুঃখ, না হেরিয়ে তব মুখ।এ যাতনা ভবে আমি বলি কাহারে ॥ একে মন তার উদাসী, আড়ে তাতে বাজায় বাঁশী ।সে বিনে কিরূপে বল থাকিব ঘরে ॥ সেত বড় দয়ালু জন, মকবুল কৈরনা রোদন।কোন দিন একদা এসে তোষিব তোরে ॥ লেখক : আবদুল […]

প্রাণের প্রাণরে কেমনে পাইব তোমারে ।
বিরহ যাতনা মনে সদা হুঙ্কারে ॥

যত পাইতেছি দুঃখ, না হেরিয়ে তব মুখ।
এ যাতনা ভবে আমি বলি কাহারে ॥

একে মন তার উদাসী, আড়ে তাতে বাজায় বাঁশী ।
সে বিনে কিরূপে বল থাকিব ঘরে ॥

সেত বড় দয়ালু জন, মকবুল কৈরনা রোদন।
কোন দিন একদা এসে তোষিব তোরে ॥

লেখক : আবদুল গণি কাঞ্চনপুরী

কেমনে পাইব তোমারে