মন বুঝাইতে পারিনা,
টিকিতে না দিলা ঘরে আমার শ্যাম কালা সোনা।
নয়ন ঠারে মন কাড়িলা বসি ভরা যমুনা।।
ঘরে নাই সাধু রে,
বসর কালে রসের যৌবন বাসি হয় মধু।
মনে যারে লাগে বন্ধুর, পুরাই মনের বাসনা।।
বাট্টা ভরা পান রে বন্ধুয়ার,
মিষ্টি মুখে মধুর হাসি দেখলে জুড়াই প্রাণ।
হৃদের মালা জোড় কমলা, পয়সা বিনে পাবিনা।।
কয় হীন খাইরুজ্জামা মনে রইল দুঃখ,
আল্লায় জানে দেখাইবনি মোরে কালা সোনার মুখ।
তিলে তিলে উঠেরে জ্বালা, পাশরিতে পারি না।।