দয়াল আর তো কেহ নাই
নিদান কালে তোমায় যেন পাই ।।
এই সংসারের হাজত খানায়
থাকতে মন আর নাহি চায় ।।
আমার কি দোষ জানিনা
ছয় শয়তানে ধইরা আমায় দিল জেল খানায়
হাকিম রায় লিখিল সাজা দিল
আছি দারুন যন্ত্রণায় ।।
কোন ধারাতে বিচার হল মোর
জানিনা কে সাক্ষী দিল আমি হলাম চোর
আমি এমন উকিল কোথায় পাবো
কেমন করে খালাস পায় ।।