আমি কী নাম ধরে ডাকলে বলো গো দয়াল
দয়াল রে ফিরিয়া তোর জওয়াব পাই
কত নামে ডাকিলাম তোমায় ৷
ও দয়াল ও – যে উদ্দেশ্যে জন্ম আমার
আমি না পাইলাম কূল কিনার গো
আমার বৃথাজন্ম কীসের ধর্ম গো দয়াল
আমার লাগি কিছুই নাই ॥
ও দয়াল ও – আমি জিন্দাতে না পাইলাম যাহা
মরলে পাব কীসের আশা গো
তুমি জানি শুনি মনের কথা গো দয়াল
আমার দুঃখে কেন জীবন যায় ৷
ও দয়াল – আমি পথ চিনি না ভবের পাড়ি
তুমি মোরে লও উদ্ধারী গো
দীনহীন গফুর আনাড়ি গো দয়াল
ভাঙা তরী ডুবে যায়