মনেতে রইলো মনের জ্বালা,
নিশি পোহাইল বন্ধু না আসিল, গগনে উঠিল বেলা।।
বাপের ঘরে ন-মাতাইর ডরে,
দারুণ সৎমার জ্বালা।
কলঙ্ক ভাবিয়া বন্ধু গেল ছাড়িয়া,
কুলেতে লাগাইয়া কালা।।
পিরীতির নীতি বুঝিব যুবতী,
গাঁথিব পুষ্পের মালা।
রসিক না হইলে পিরিতী না নিলে,
কি করে বুঝিব জ্বালা।।
হীন খাইরুজ্জামা প্রাণে আর সহে না,
দারুণ কঠিন প্রেমের জ্বালা।
মনেরই আবেশে রজনীর শেষে,
ডাকিতে ভাঙ্গিলাম গলা।।