দেখে যারে মাইজভাণ্ডারে
হইতেছে নুরের খেলা
নুরী মাওলা বসাইলো প্রেমের মেলা ॥

আল্লাহু আল্লাহু রবে নানান বাদ্য শুনা যায়
গাউছুল আজম শব্দ সুরে আশেকগণে হুঁশ হারায়
জিকিরেতে আকাশ বাতাস, করে আল্লাহু আল্লাহ ॥

খাঁটি মনে নুরী মাওলার যে করেছে জিয়ারত
দিলের পর্দা খুলে যাবে এই হবে তোর এবাদত
অন্ধকারে ডাকবি কারে, না হইলে তোর দিল খোলা ॥

দিন থাকিতে গফুর হালী গেলিনা রে মাইজভাণ্ডার
মনের আশা মিঠিলো না পাইলি না মওলার দীদার
যাইতে যদি মোরাকাবায়, দেখতি রে নুরী মওলা ॥

রচয়িতাঃ আবদুল গফুর হালী

দেখে যারে মাইজভাণ্ডারে