ডালেতে লড়ি চড়ি বৈও

ডালেতে লড়ি চড়ি বৈওচাতকি ময়নারে ।গাইলে বৈরাগীর গীত গাইও । অঙ্গ তোর কালারে ময়না, অঙ্গ তোর কালাতোর মনে আর আমার মনে, একই প্রেমের জ্বালা ॥ নদীর পানি খাইতে চাইলে, নদীর কুলে যাইওফুল মধু খাইতে চাইলে, ফুলবনে যাইও ॥ দক্ষিণ মুখী হইলে ময়না, বাতাস লাগে গায়পশ্চিম মুখি হইলে ময়না, রোদে জ্বলি যায়উত্তর মুখী হইলে ময়না শীতে […]

ডালেতে লড়ি চড়ি বৈও
চাতকি ময়নারে ।
গাইলে বৈরাগীর গীত গাইও ।

অঙ্গ তোর কালারে ময়না, অঙ্গ তোর কালা
তোর মনে আর আমার মনে, একই প্রেমের জ্বালা ॥

নদীর পানি খাইতে চাইলে, নদীর কুলে যাইও
ফুল মধু খাইতে চাইলে, ফুলবনে যাইও ॥

দক্ষিণ মুখী হইলে ময়না, বাতাস লাগে গায়
পশ্চিম মুখি হইলে ময়না, রোদে জ্বলি যায়
উত্তর মুখী হইলে ময়না শীতে খাইবো চাইও ॥

ডালেতে লড়ি চড়ি বৈও