কালাচাঁন আনন্দপুরে

কালাচাঁন আনন্দপুরে তারে দেখলে প্রাণ তিলে হরে, আমি যার লাগি হইলাম যুগি ঢোলক বেলা লইয়া করে ।। শ্রাবণে কুণ্ডলী সাজে, মনি মুক্তা মাঝে মাঝে ...

কালাচাঁন আনন্দপুরে তারে দেখলে প্রাণ তিলে হরে,
আমি যার লাগি হইলাম যুগি ঢোলক বেলা লইয়া করে।।

শ্রাবণে কুণ্ডলী সাজে, মনি মুক্তা মাঝে মাঝে
গৃহিনী আপনা লাঝে, দেখা দে দূরে দূরে ।।

নাকেতে বেশর বালী, হৃদয়ে কমল কলি
দেখলে পরশ উঠে জ্বলি মাশুকের বরযখ ধরে ।।

হাতেতে কঙ্কন সরু, পায়েতে নুপুর থারু
দেখিয়া উদাসি গুরু, টিকিতে না পারি ঘরে ।।

আবদুল্লাহ আমেনা যাইয়া, যথা হইতে পাইল কায়া
ঐ কায়ার নাই গো ছায়া, ধরিলে ধরিতে নারে ।।

আসলে মদিনা বাসী, দেখা দিল আমির ভাণ্ডারে আসি
কথা বলে হাসি হাসি আশেকের মন চুরি করে ।।

বহুত কষ্টে পাইলাম তোরে, আর কি নিতে পারে চোরে
অধীন আলী আহমদ বলে, বচন বাহুল্য সুরে ।।

লেখক : আলী আহম্মদ শাহ

error:

কালাচাঁন আনন্দপুরে