আমি আমারে বেইচা দিছি
মাইজভাণ্ডারে যাই রে
আমার কিছু নাই
আমার কিছুই নাই রে
আমার কিছুই নাই ।।

গিয়েছিলাম প্রেম-বাজারে
প্রেম রতন কিনিবারে
কিনতে যাইয়া আসিয়াছি
নিজেরে বিকাই রে ॥

জগৎ ষোড়শী কামিনি
অপরূপ সেই রূপের খনি
অপলকে চেয়ে আছে
সিংহাসন সাজাই রে ।।

ধনমান জীবন যৌবন
ঐ চরণে করেছি অর্পণ
আমার নামাজ রোজার বদলাতে
রাঙাচরণ চাই রে ।।

গফুর হালীর অন্তর-কানা
তামারে ভাবিল সোনা
হৃদের মাঝে দেখল না রে
জ্ঞান বাত্তি জ্বালাই রে ॥

রচয়িতাঃ আবদুল গফুর হালী

আমি আমারে বেইচা দিছি