অধম দাসে কি বলিব বাবার বর্ণনা

অধম দাসে কি বলিব বাবার বর্ণনানূরের পুতলা আমির মাওলানা ॥ প্রথমে আদম ছবিপাছেতে মুহাম্মদ নবীমানব ছুরতে আমার প্রাণ কালাসোনা ॥ হাসরে আমিরভাণ্ডারীমজলিশ করিব জারীচরণ ছাড়ি দাসে দূরে যাইব না ॥ আমির ধনের কারবার জানারোজ হাসরের কারখানামওলার দয়ায় তরাইয়া নিবে রাব্বানা ॥

অধম দাসে কি বলিব বাবার বর্ণনা
নূরের পুতলা আমির মাওলানা ॥

প্রথমে আদম ছবি
পাছেতে মুহাম্মদ নবী
মানব ছুরতে আমার প্রাণ কালাসোনা ॥

হাসরে আমিরভাণ্ডারী
মজলিশ করিব জারী
চরণ ছাড়ি দাসে দূরে যাইব না ॥

আমির ধনের কারবার জানা
রোজ হাসরের কারখানা
মওলার দয়ায় তরাইয়া নিবে রাব্বানা ॥

অধম দাসে কি বলিব বাবার বর্ণনা