গাউছ ভাণ্ডারী আমার নূরের পুতুলা

গাউছ ভাণ্ডারী আমার নূরের পুতুলাযেই নূরেতে দিন দুনিয়া করে উজলা। রূহানিতে খেলায় নূর,এস্কে কলব ভরপুর,হু-হু করে ছুটে সুর ভেদি সাততালা। এস্ক বাজে নূর লুটে,থেকে থেকে চমকি উঠে,হৃদের চক্ষে আপন ঘটে দেখে মাওলা।। যে পেয়েছে নূরের কণাবরণ যেন তার কাঁচা সোনা,দুনিয়াদারী ধার ধারেনা খেলে প্রেম খেলা। রমেশ বাবার মন বুঝেছিএত কি যে দোষ করেছি,নাম নিতে তো […]

গাউছ ভাণ্ডারী আমার নূরের পুতুলা
যেই নূরেতে দিন দুনিয়া করে উজলা।

রূহানিতে খেলায় নূর,
এস্কে কলব ভরপুর,
হু-হু করে ছুটে সুর ভেদি সাততালা।

এস্ক বাজে নূর লুটে,
থেকে থেকে চমকি উঠে,
হৃদের চক্ষে আপন ঘটে দেখে মাওলা।।

যে পেয়েছে নূরের কণা
বরণ যেন তার কাঁচা সোনা,
দুনিয়াদারী ধার ধারেনা খেলে প্রেম খেলা।

রমেশ বাবার মন বুঝেছি
এত কি যে দোষ করেছি,
নাম নিতে তো রাজি আছি দিনে তিন বেলা।।

লেখক : কবিয়াল রমেশ শীল

error:

গাউছ ভাণ্ডারী আমার নূরের পুতুলা