হায় মাওলাধন মাইজভাণ্ডারী

হায় মাওলাধন মাইজভাণ্ডারী, হায় মাওলাধন মাইজভাণ্ডারী।নূরী পদের ছায়া দিয়ে শান্ত কর মন আমারি।। কি রূপ দেখাইলা মোরে টিকিতে না পারি ঘরে,জানি না কেমন ধন রাখিয়াছ গোপন করি।। লাইলী রূপে দেখা দিয়া, নিলা আমার প্রাণ হরিয়ামজনুন বানাইয়া মোরে আবার কেনে চাওনা ফিরি।। দেখিয়া ভাণ্ডারীর শান, হারাইলাম কুলমানজোলেখা যেমন হইল ইউসুফের ফান্দে পড়ি।। চাইনা কার ভালবাসা, কেবলি […]

হায় মাওলাধন মাইজভাণ্ডারী, হায় মাওলাধন মাইজভাণ্ডারী।
নূরী পদের ছায়া দিয়ে শান্ত কর মন আমারি।।

কি রূপ দেখাইলা মোরে টিকিতে না পারি ঘরে,
জানি না কেমন ধন রাখিয়াছ গোপন করি।।

লাইলী রূপে দেখা দিয়া, নিলা আমার প্রাণ হরিয়া
মজনুন বানাইয়া মোরে আবার কেনে চাওনা ফিরি।।

দেখিয়া ভাণ্ডারীর শান, হারাইলাম কুলমান
জোলেখা যেমন হইল ইউসুফের ফান্দে পড়ি।।

চাইনা কার ভালবাসা, কেবলি তোমারি আশা।
দুই কুলের ভাবনা ছাড়ি রইছি তোমার কদম ধরি।।

এই কূল ঐ কূল দুই কূলে ভুলবনা আর কোন কালে।
ছাড়াছাড়ি না হইবে বাঁচি কিবা প্রাণে মরি।।

কাফেরী কি মুসলমানী এই সব আমি নাহি জানি।
হরদমে জপনা করি গাউসুল আজম মাইজভাণ্ডারী।।

কাফের হইলে তোমার ভাবে এই দাস আর কি দোষী হবে।
জান প্রাণ সপিয়াছি নূরানী দামান ধরি।।

বরজক আজলী পটে দেখি তোরে নানান ঘটে।
সিংহাসন আছে তোমার আকাশ পাতাল জুড়ি ।।

থাকিতে তোর দামান তলে, কলঙ্কের হার লইলাম গলে ।
লতিফে আর চায়না কিছু মিলে যদি চরণ তরী ।।

লেখক: আবদুল লতিফ শাহ চন্দনাইশী

হায় মাওলাধন মাইজভাণ্ডারী