হায় একি মোর, দুঃখ ঘোরতর, ঘটিল বিষম দায়। মনেরি সন্তাপে, প্রিয়সী সমীপে, কাঁদিনু চাতকী প্রায়।। ...
কন্যা মনান্তরে শুনি এসব বিনয়। বলিতে লাগিল তারে হৈয়ে সদয়।। ধন অর্থ রত্নে যদি হৈলে ...
শিষ্যগণ না পাইয়ে সঙ্কট সন্ধান। গুরুর কার্যেতে সব হৈল স্তব্ধ জ্ঞান।। বিপাক রক্ষার হেতু হইয়ে ...
তখন দেখিল কন্যা স্বপ্নের মঝার। দিবাকর ঝলকয়ে ক্রোড়েতে তাহার।। বাক্য বাদী হৈয়ে বলে তাহার সাক্ষাৎ। ...
গুরু সুদৃষ্টি মন করিয়ে নিবেশ। আদ্য পাঠ পড়া যবে হৈল অবশেষ।। ভব আয়ু বেলা তবে ...
ওহে মন কার প্রেমে মৈজ না কখন। ত্রিলক্ষ ভুবনে মাত্র আপনে আপন।। যত সৃষ্টি আছে ...
তবে বাঁশি সমতুল্য হৈল শূন্য চিৎ। নিরাঞ্জন বিনে কেহ না রৈল সহিত।। পাপ পুণ্য যত ...
এই পাঠে ইচ্ছা বাঞ্চা কিবা মনস্তাপ। রূপ গুণ ধর্ম কর্ম কিবা পুণ্য পাপ।। কিছুমাত্র না ...
ওহে নিরাঞ্জন তুমি মাত্র নিরাকার। সয়াল সংসার তব জ্যোতের বাহার।। তুমি একেশ্বর মাত্র নাহিক দোসর। ...
ইতস্ততঃ যত ইতি সংসার মাঝার। বিনা নামে পরিচয় অক্ষম তাহার।। আপ্ত পরিচয় জন্য সৃজিলা সংসার। ...
কোরাণ যে জ্ঞান সিন্ধু, হৈয়ে সেরূপ বিন্দু, নরাকৃতে সংক্ষিপ্তে প্রচার। ব্যাখ্যা তাঁর বিস্তারিত, ভব ছলে ...
বায়ু মাটি জলানল ধরণী আকাশ। মানব আঁকারে সব আছয়ে প্রকাশ।। বায়ু মাটি জলানল করিয়ে মিশ্রিত। ...
অহে পাপী মন, থাকিতে জীবন। সমাধিতে মন, কর নিমগন। দেহ স্বর্গপুরে, এ সপ্ত মন্দিরে, প্রবেশি ...
রবি শশী তারক এ আকাশ মণ্ডলে। অহরহ দীপ্তিমান যে মত উজ্জ্বলে।। দেহের গগনে তেন এ ...
মনরে তুমি কারুদ্দেশে, যোগী বেশে এই দেশে। স্বর্গ মেলা করি হেলা, হৈয়ে ভোলা বন বাসে।। ...
