ভব সিন্ধু পার হইতে সাধ থাকে যার হঠাৎ আয় ।
গাওছ ধনে বেন্ধে আছে, প্রেম তরি কিনারায় ॥
সাধুগণ শীঘ্র করি, এস সে তরীতে চড়ি ।
ক্ষেপা দিবে হঠাৎ করি, পার করাবে সে নৌকায় ॥
বিনা মূল্যে পার করাবে, দয়া কৈরে উঠাইবে।
হাঙ্গর কুম্ভির হঠাইবে, লাগাইবে কিনারায় ॥
নুহনবির কিস্তী যিনি, গাওচ বাবার ডিঙ্গাখানি।
ঢেউ মাঝে হয় না হানি, পার করাই দে ইশারায় ॥
নুহ নবি ক্ষেপা ছিল, আশিজন কিস্তীতে নিল ।
গাওচ ধনে লাখে লাখে, নিমিশেতে পার করায় ॥
অধিন মকবুলে কয়, একিস্তীতে নাহি ভয় ।
গুন্ টানিয়ে সে চরণে, লাগাইবে কিনারায় ॥