এক বিনা দ্বিতীয় নাস্তি

এক বিনা দ্বিতীয় নাস্তি, সকল ধর্ম্মে এক তত্ত্ব।ব্রক্ষ্ম জ্ঞানে জ্ঞানী যারা, জানতে পারে বিশেষত্ব ॥ বহুরূপে একই রূপ, যে না দেখে সে বেকুপ।বহুরূপে একের খেলা, বহুব্যাপী তাঁর অস্তিত্ব ॥ বহুরূপে বহু সাজে, সদা তোমার কাছে রাজে।বহুদূর বলে তুমি, ভ্রম ভাবে আছ মত্ত ॥ বহু না হইলে লয়, আছেরে তোর বহু ভয়।বহুভাবে কোথা পাবে, তৌহিদ অর্থে […]

এক বিনা দ্বিতীয় নাস্তি, সকল ধর্ম্মে এক তত্ত্ব।
ব্রক্ষ্ম জ্ঞানে জ্ঞানী যারা, জানতে পারে বিশেষত্ব ॥

বহুরূপে একই রূপ, যে না দেখে সে বেকুপ।
বহুরূপে একের খেলা, বহুব্যাপী তাঁর অস্তিত্ব ॥

বহুরূপে বহু সাজে, সদা তোমার কাছে রাজে।
বহুদূর বলে তুমি, ভ্রম ভাবে আছ মত্ত ॥

বহু না হইলে লয়, আছেরে তোর বহু ভয়।
বহুভাবে কোথা পাবে, তৌহিদ অর্থে একত্ব ॥

বহু পাপ বহু পূণ্য, মাত্র বহুবাদীর জন্য।
যে হ’ল একত্ববাদী, সে হয়েছে চির মুক্ত ॥

গুরু পদাশ্রয় ধর, তৌহিদ নির্ণয় কর।
জীবনের কর্তব্য বটে, এতে পাবে অমরত্ব ॥

করিমের কেব্‌লা কাবা, মাইজভাণ্ডারী মাওলা বাবা ৷
চির শান্তি পেয়ে গেছে, যে নিয়েছে তার দাসত্ব ॥

লেখক: বজলুল করিম মন্দাকিনী

এক বিনা দ্বিতীয় নাস্তি