তুমি যে আমার হারানো মানিক

তুমি যে আমার (বন্ধু) হারানো মানিকবহু দিনে পেয়েছি তোমারে রে… ॥ প্রথম প্রেমের কালে কত বলেছিলেএই জীবনে বন্ধু ভুলব না তোমারেদিয়ে এত আশা করিলে নিরাশাধর্মে যেন বিচার করে রে ॥ আসিবে বলে (বন্ধু) কথা দিয়েছিলেআর তুমি কই আসিলে ফিরেযৌবনে জোয়ার ফিরে আসিবে কি আরনারীর যৌবন গেল ভাটা পরে রে ॥ যে দিন গিয়াছে, ফিরে কি […]

তুমি যে আমার (বন্ধু) হারানো মানিক
বহু দিনে পেয়েছি তোমারে রে… ॥

প্রথম প্রেমের কালে কত বলেছিলে
এই জীবনে বন্ধু ভুলব না তোমারে
দিয়ে এত আশা করিলে নিরাশা
ধর্মে যেন বিচার করে রে ॥

আসিবে বলে (বন্ধু) কথা দিয়েছিলে
আর তুমি কই আসিলে ফিরে
যৌবনে জোয়ার ফিরে আসিবে কি আর
নারীর যৌবন গেল ভাটা পরে রে ॥

যে দিন গিয়াছে, ফিরে কি আর আসে
তবু যেন আমি (বন্ধু) পাই তোমারে
আমার মরণের কালে তুমি কাছে থাকিলে
সকল দুঃখ যাবে পাশরে রে ॥

রজ্জবের বাণী দিবস রজনী
তোমার রূপখানি পাইলে অন্তরে
বেহেস্ত না চাই দোযখ না ডরাই
সকল ভুলে যাই আমি পাইলে তোমারে ॥

লেখক : রজ্জব দেওয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


তুমি যে আমার হারানো মানিক