প্রেম কি অমূল্য ধন,
সহজে কি চিনে তারে ওরে অবোধ মন
প্রেমেতে মজিয়ে কত হারাইছে জীবন ধন ॥
প্রেমের এতেক লীলা, নানা রঙ্গে করে খেলা ।
রঙ্গেতে প্রভুর লীলা রঙ্গে নূরীতন ।।
রঙ্গে প্রেম রূপসিনী রঙ্গে প্রেম উদাসিনী,
ইউসুফ জুলেখা রঙ্গ, ক্ষণে প্রেম প্রদীপ রঙ্গ,
ক্ষণে পতঙ্গের রূপে আপে জ্বালাতন ।।
নানা বরণে রঙ্গ, আশেকি মাশুকি রঙ্গ,
রঙ্গে হাদী মাতোয়ারা সঙ্গে গাউছে ধন ।।
[প্রথমে ছিল ‘সঙ্গে হাদী মাতোয়ারা’ গাউসুল আযম মাইজভাণ্ডারী সংশোধন করে দেন- ‘রঙ্গে হাদী মাতোয়ারা’।] সূত্র: বেলায়তে মোলাকা, সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী, মাইজভাণ্ডার শরিফ, চট্টগ্রাম, ১৪-স, পৃ-২৩]