বন্ধু তব মুখের জ্যোতি প্রাণ চক্ষু জ্যোতি ময় ।
প্রাণ মজ্জা চিকুর সুগন্ধে সুগন্ধিত হয় ॥
প্রাণ সারা কাছে রেখে, অতি দূরন্তর পড়েছি ।
নিজ কাছে বোলাইয়ে লও যে দুরান্তর রয় ॥
তব গুপ্ত ধন পরে তিলিছ্মী নাগিনী আমি ।
নাগিনী মারিলে গুপ্ত ধন প্রকাশিত হয় ॥
তব জ্যোতে লক্ষ অন্ধে চক্ষু পাইতেছে প্রায় ।
কি কমিবে মক্বুল অন্ধে কৃপা হ’লে জ্যোতিময় ॥