অতুল অমূল্য এই প্রেম

অতুল অমূল্য এই প্রেম কয়জনে জানে।ধনী মানী পায় না তারে পায় আশেকানে ॥ যার সনে যার প্রেম ঘটেছে দুই দেহে এক প্রাণ হয়েছে,আল্লা রছুল বাঁধা আছে প্রেমের সন্ধানে ॥ খলিলুল্লা প্রেম কইরে শেষ কালে আগুনে পুড়ে,আপন পুত্র জবে করে, প্রেমের কারণে ॥ মনছুর একজন প্রেমিক ছিল শূলেতে তুলিয়া দিল,এক মনছুর অসংখ্য হইল, মইল না প্রাণে […]

অতুল অমূল্য এই প্রেম কয়জনে জানে।
ধনী মানী পায় না তারে পায় আশেকানে ॥

যার সনে যার প্রেম ঘটেছে দুই দেহে এক প্রাণ হয়েছে,
আল্লা রছুল বাঁধা আছে প্রেমের সন্ধানে ॥

খলিলুল্লা প্রেম কইরে শেষ কালে আগুনে পুড়ে,
আপন পুত্র জবে করে, প্রেমের কারণে ॥

মনছুর একজন প্রেমিক ছিল শূলেতে তুলিয়া দিল,
এক মনছুর অসংখ্য হইল, মইল না প্রাণে ॥

প্রেম মন্ত্রে নিয়ে দীক্ষা, জগত জনে দিতে শিক্ষা,
দেখাইয়াছে তার পরীক্ষা লায়লী মজনুনে ॥

রমেশ বলে প্রেমিক হইতে পারলেম না এই জীবনেতে,
আমার প্রেম ডুরি নাই মন ডুরিখান মাওলার চরণে ॥

লেখক : কবিয়াল রমেশ শীল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অতুল অমূল্য এই প্রেম