হে হোসাইন নবীজির আউলাদ

হে হোসাইন নবীজির আউলাদসালাম জানাই মোরা তোমায় ।। জানি না কেমন করে ছিলেন নবী-সোনার মদিনায়,যে সময় নিষ্ঠুর সীমার তোমার গলায়-তলোয়ার চালাই ।। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবীব-নবী মুস্তফায়,কীভাবে সে গলাতে এজিদের দল-তলোয়ার চালাই ।। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন-আম্মা ফাতেমায়কীভাবে সে মাথাকে নিল তারা-তীরের ও আগাই। ছয়মাসের দুধের শিশু আলী আজগর-কাতর পিপাসায়,কীভাবে সে […]

হে হোসাইন নবীজির আউলাদ
সালাম জানাই মোরা তোমায় ।।

জানি না কেমন করে ছিলেন নবী-
সোনার মদিনায়,
যে সময় নিষ্ঠুর সীমার তোমার গলায়-
তলোয়ার চালাই ।।

যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবীব-
নবী মুস্তফায়,
কীভাবে সে গলাতে এজিদের দল-
তলোয়ার চালাই ।।

যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন-
আম্মা ফাতেমায়
কীভাবে সে মাথাকে নিল তারা-
তীরের ও আগাই।

ছয়মাসের দুধের শিশু আলী আজগর-
কাতর পিপাসায়,
কীভাবে সে শিশুকে তীর মারিল-
পানির বদলায়।

হে হোসাইন নবীজির আউলাদ