আমার অতি সাধের ভালোবাসা

আমার অতি সাধের ভালোবাসা রে বন্ধু,না দেখিলে প্রাণ যায়,তোমারে দেখিতে প্রাণ চায় । না দেখিয়া ছিলাম ভালা,দেখে হইলো দ্বিগুণ জ্বালা রে,প্রেম শিখাইয়া কোথায় গেলারে বন্ধু,এখন আমি যাই কোথায় ।। ঘরে জ্বালা, বাহিরে জ্বালা, পরাইয়া কলঙ্কের মালা রে,আমি আপন ইচ্ছায় দিলাম গলায় রে বন্ধু,পাবো বলি সে আশায় ।। দোষী আমি ঘরে ঘরে, আরো দোষী শহর বাজারে,কেউ […]

আমার অতি সাধের ভালোবাসা রে বন্ধু,
না দেখিলে প্রাণ যায়,
তোমারে দেখিতে প্রাণ চায় ।

না দেখিয়া ছিলাম ভালা,দেখে হইলো দ্বিগুণ জ্বালা রে,
প্রেম শিখাইয়া কোথায় গেলারে বন্ধু,
এখন আমি যাই কোথায় ।।

ঘরে জ্বালা, বাহিরে জ্বালা, পরাইয়া কলঙ্কের মালা রে,
আমি আপন ইচ্ছায় দিলাম গলায় রে বন্ধু,
পাবো বলি সে আশায় ।।

দোষী আমি ঘরে ঘরে, আরো দোষী শহর বাজারে,
কেউ না ভালোবাসে মোরে রে বন্ধু,
কি হইবে আমার উপায় ।।

তোমার গোপন কথা, কইতে নারি যথাতথা রে,
হৃদয়ে রেখেছি গাঁথা রে বন্ধু,
বলতে গেলে প্রাণ যায় ।।

রমিজের মিটিল না আশা, পাইলাম না তার ভালোবাসা রে,
দিন কাটায় সে দিয়ে আশা রে বন্ধু,
কখন জানি প্রাণ যায় ।।

একি রে তোর ভালোবাসা, না পুরাইলা মনের আশা রে,
কান্দাইয়া দেখ তামাশা রে বন্ধু,
কত মন্দ লোকে গায় ।।

লেখক : রমিজ ফকির

error:

আমার অতি সাধের ভালোবাসা