প্রেম করিলে কাঁদিতে হয়,
প্রেমেতে সুখ নাই রে,
সুজন বন্ধু কোন দেশেতে পাই রে ॥
যার আশাতে ঘর ছাড়িলাম
জনমের লাগিয়া
নিঠুর বন্ধু দিল আমার
সুখের ঘর ভাঙ্গিয়া
না বলিয়া না কহিয়া গেলরে ফেলাই রে ॥
ভাবিয়া না পাইরে আমি
জগৎ ঘুরি চাই
এই সংসারে সবিই আছে
মনের মানুষ নাই রে মনের মানুষ নাই রে (২)
প্রেম করিয়াছে যারা
কহে গফুর হালী
জাত লোহা হয়েছে খাঁটি
প্রেম অনলে জ্বলি
এথা কেউ তো কারো দুখ বুঝে না স্বার্থের দুনিয়ায় রে ॥