নিশি অবসানে আসি বন্ধু বাগানে

নিশি অবসানে, আসি বন্ধু বাগানে, বাজাল মোহন বাঁশিরে।বাশরীর স্বরে, নিল প্রাণ হৈরে, চলি গেল মধুর হাঁসিরে ॥ চপল চঞ্চল, নয়ন পাগল, করি গেল বন্ধুয়া আমারে।না বুঝে চঞ্চলে, না মানে পাগলে, ঘরের বাহির হ’ল সে উদাসিরে ॥ খুজি বন কাননে, না পাইলাম তাঁহানে, সেতার বাজায়ে যুগিনী।ঘুরি নানা দেশে, বৈরাগিনী বেশে, কাতর হইলাম শেষেরে ॥ আজি পুনঃ […]

নিশি অবসানে, আসি বন্ধু বাগানে, বাজাল মোহন বাঁশিরে।
বাশরীর স্বরে, নিল প্রাণ হৈরে, চলি গেল মধুর হাঁসিরে ॥

চপল চঞ্চল, নয়ন পাগল, করি গেল বন্ধুয়া আমারে।
না বুঝে চঞ্চলে, না মানে পাগলে, ঘরের বাহির হ’ল সে উদাসিরে ॥

খুজি বন কাননে, না পাইলাম তাঁহানে, সেতার বাজায়ে যুগিনী।
ঘুরি নানা দেশে, বৈরাগিনী বেশে, কাতর হইলাম শেষেরে ॥

আজি পুনঃ আসি, মাইজভান্ডারে বসি, বাজায়ে সে মোহন বাঁশী।
বাশরীর স্বরে, টলমুল করে সংসার জগতবাসিরে ॥

মারহাবা মারহাবা, ছল্লে আলা মারহাবা, মনবাঞ্ছা এখন পুরিল।
মকবুলের সঙ্গে, নানা রস রঙ্গে, হল ভালবাসা বাসিরে ॥

লেখক : আব্দুল গণি কাঞ্চনপুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


নিশি অবসানে আসি বন্ধু বাগানে