মনে বড় আশা ছিল যাব মদিনায়

মনে বড় আশা ছিল যাব মদিনায়সালাম আমি করব গিয়ে নবীর-ও রওজায় আরব সাগর পাড়ি দেব নাই গো আমার তরীপাখি নই গো উড়ে যাব ডানাতে ভর করি।।(আমার) আশায় আছে সম্বল ও নাইকরি কী উপায় (ঐ) কাফেলাতে কে যাও তুমি কে যাও বেয়ে তরীআমায় যাও না ও ভাই সঙ্গে লইয়ে খানিক কৃপা করি ।।সঙ্গে যদি না লও […]

মনে বড় আশা ছিল যাব মদিনায়
সালাম আমি করব গিয়ে নবীর-ও রওজায়

আরব সাগর পাড়ি দেব নাই গো আমার তরী
পাখি নই গো উড়ে যাব ডানাতে ভর করি।।
(আমার) আশায় আছে সম্বল ও নাই
করি কী উপায় (ঐ)

কাফেলাতে কে যাও তুমি কে যাও বেয়ে তরী
আমায় যাও না ও ভাই সঙ্গে লইয়ে খানিক কৃপা করি ।।
সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়
এই গরীবের সালাম দিও মদিনার বাদশায়
আমার নামে দুটি বাতি দিও সে দরগায় (ঐ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


মনে বড় আশা ছিল যাব মদিনায়