মন দিলাম মন পাইবার আশে

মন দিলাম মন পাইবার আশে, বন্ধু আমার হইল না, কারে বুঝাই মনের বেদনা, সুখ হইল না হইলা না ॥ পাড়া-পড়শির দুষমণ হইলাম,সকলে দেয় লাঞ্ছনা

মন দিলাম মন পাইবার আশে
বন্ধু আমার হইল না
কারে বুঝাই মনের বেদনা
সুখ হইল না হইলা না ॥

পাড়া-পড়শির দুষমণ হইলাম
সকলে দেয় লাঞ্ছনা
কোন দেশেতে আছ রে বন্ধু
চাইতে একবার আইলা না আইলা না ॥

জীবন জোয়ার এক জোয়ারা
গেলে ফিরে আসে না
কামারে চিনে রে লোহা
বানিয়া চিনে সোনা ॥

গফুর হালীর মন জানে
আর অন্য কেহ জানে না
বন্ধ্যা নারী কী বুঝিবে প্রসবের কী যন্ত্রণা ॥

রচয়িতা: আব্দুল গফুর হালী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


মন দিলাম মন পাইবার আশে